করোনা আবহেই খুলল কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ

দর্শনার্থীরা অনুরোধ জানিয়েছিলেন বারবার। করোনা আবহেই সোমবার থেকে খুলে গেল কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ। তবে মঠে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। থার্মাল স্ক্রিনিং, স‍্যানিটাইজ এবং সামাজিক দূরত্ব সহ সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মঠে থাকছে বিশেষ নজরদারির ব্যবস্থা। দীর্ঘ ২ মাসেরও বেশি সময় পর মঠে ঢুকতে পেরে খুশি ভক্তরা।

Previous articleসুশান্তয় কেঁদে ভাসব আর গোষ্ঠদের উপেক্ষা করব! আমরা অসভ্য, কুণাল ঘোষের কলম
Next articleউত্তপ্ত মধ্যমগ্রাম, হাতাহাতিতে আহত ১০ জন