নতুন করে সংক্রমণের জেরে রাজধানী বেজিংয়ের দশটি এলাকায় লকডাউন ঘোষণা করল চিন। ফের করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেজিং-এর প্রশাসনিক কর্মকর্তা লি জুনজি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাইদিয়ান জেলায় মাংস ও সবজির পাইকারি বাজারে নতুন করে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। সেজন্য বাজার ও তার আশেপাশের স্কুল বন্ধ থাকবে। সেইসঙ্গে সংলগ্ন দশটি এলাকায় লকডাউন বলবৎ থাকবে।
