১৭ বছর আগে হঠাৎই এক ভোরে চলে গিয়েছিলেন মা। এবার হারালেন একমাত্র ভাইকে। নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। তবুও নিজের মনকে শক্ত রেখে সব দায়দায়িত্ব সামলালেন মিতু সিং।

চার বোনের একমাত্র ভাই। বড় আদরের। সুশান্ত ছিলেন পাঁচ ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ। মায়ের মৃত্যুর পর তাঁর স্মৃতি তাড়িয়ে বেড়াত সুশান্তকে। মৃত্যুর তিন দিন আগে বাবা ও এক বোনের সঙ্গে কথা হয় তাঁর। সেই ভাই আর নেই। হতবাক বোনরা। রবিবার সারাদিন মুম্বইয়ের কুপার হাসপাতালে রাজ্যস্তরের ক্রিকেট প্লেয়ার মিতু। ইতিমধ্যে পাটনা থেকে মুম্বইয়ের পৌঁছেছেন বাবা সহ পরিবারের অন্যরা।
