Saturday, May 17, 2025

একের পর এক সম্পর্ক। অভিনয় জীবনে বহুবার সম্পর্কে জড়িয়েছেন সুশান্ত সিং রাজপুত। সিরিয়ালে অভিনয় করার সময় অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ছিল সুশান্ত সিং রাজপুতের। জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখা যা’র শো-তে এসেছিলেন সুশান্ত ও অঙ্কিতা দু’জনেই। ওই মঞ্চে রীতিমতো হাঁটু গেড়ে বসে অঙ্কিতাকে প্রেম নিবেদন করেন সুশান্ত। ২০১৬ সালে সেই সম্পর্ক। এরপর কৃতি সাননের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন প্রয়াত অভিনেতা। তবে এক অপরের ভালো বন্ধু বলেই জানিয়েছেন তাঁরা। এমনকী সারা আলি খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। বলিউড বাঙালি অভিনেত্রীর রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথাও উঠে এসেছে।

কিন্তু কোনও সম্পর্কই খুব বেশি দিন টেকেনি। এদিকে মৃত্যুর পরে তাঁর বিয়ের বিষয়টি সামনে আসে। চলতি বছর নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। মুম্বইয়ে বিয়ের আয়োজন করা হবে এমনটাই স্থির হয়েছিল। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একথা জানান তাঁর সম্পর্কিত দাদা।

অন্যদিকে চলতি বছর বিয়ে হওয়ার কথা অঙ্কিতা লোখান্ডের। তাঁকে নিছক ‘ দেখানো ‘ কি এই বার্তার মূল উদ্দেশ্য? অন্যদিকে এত নারীর সঙ্গে সম্পর্কের পরেও কেন পোক্ত হলো না কোনও সম্পর্ক? অল্প বয়সে মাকে হারিয়েছেন অভিনেতা। তাহলে সব নারীর মধ্যে নিজের মাকে খুঁজতেন তিনি? বিয়ে করলে কাকেই বা করতেন তিনি? এই প্রশ্নগুলি বারবার উঠে আসছে।

রবিবার অভিনেতার মৃত্যুর পর সংবাদমাধ্যমের সাক্ষাতকারে তাঁর দাদা বলেন, “এবছর নভেম্বর মাসেই ওঁর করার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।” যদিও পাত্রী কে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের সম্পর্কের কথা অনেকেরই জানা। বেশ কিছুদিন আগে খবর ছড়ায় তাঁরা লিভ ইন করছেন। একসঙ্গে ইউরোপ বেড়াতে যান রিয়া ও সুশান্ত। যদিও একে অপরের বন্ধু বলে বারবার দাবি করেছেন অভিনেত্রী।

Related articles

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...
Exit mobile version