করোনা পরিস্থিতিতে সিএনআই অধীনস্থ স্কুলগুলিতে ফি মুকুব সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি দিলেন কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে তিনি উল্লেখ করেন-

▪️ সিএনআই অধীনস্থ স্কুলগুলিতে ফি মুকুব করা যাবে না।
▪️ টিউশন ফি বাদে অন্যান্য ফি বহাল রাখতে হবে।

▪️ ষষ্ঠ বেতন কমিশন মেনে ফি নেওয়া হয়েছে।

▪️ ন্যূনতম এই ফি না নিলে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বেতন দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে।

▪️ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
