Breaking: ভারত-চিন সীমান্তে ফের সংঘর্ষ, শহীদ আধিকারিক সহ তিন ভারতীয় সেনা

ফের সেনা সংঘর্ষে উত্তপ্ত ভারত-চিন সীমান্ত এলাকা । সেনাবাহিনী সূত্রে খবর, সোমবার রাতে
গাড়ওয়াল উপত্যকায় ডি-এ্যাসকেলেশন প্রক্রিয়া চলছিল। সেই সময়েই দু’দেশের সৈন্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভারতের ৩ জন সেনা এই সংঘর্ষে শহীদ হয়েছেন, এদের মধ্যে একজন সেনা আধিকারিক রয়েছেন ।
শেষ খবর পাওয়া পর্যন্ত , পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য দু’পক্ষের সিনিয়র সামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে এখনও বৈঠক করছেন।
ভারতীয় সেনাবাহিনীর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনী নিশ্চিত করবে সীমান্ত অঞ্চলে শান্তি ও প্রশান্তি বজায় থাকার দিক।
সেনাবাহিনীর তরফে আরও বলা হয়েছে, আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের যে কাজটি করতে হবে তা কার্যকর করার প্রস্তুতি শেষ। আমাদের সীমানা সুরক্ষিত করার পাশাপাশি আমাদের অসামরিক প্রশাসনকে করোনা সংকট মোকাবিলায় সহায়তা করতে হবে।
এদিকে চিনের পররাষ্ট্র মন্ত্রক বলেছেন, ভারতকে একতরফা পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Previous articleরাজ্য মন্ত্রিসভায় রদবদলের পথে যাচ্ছেন মমতা?
Next articleলাদাখে যুদ্ধ শুরু ? ভারত- চিন রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জওয়ান, ১ কর্নেলের মৃত্যু