তেলেঙ্গানার সূর্যাপেট শহরের বিদ্যা নগরের বাসিন্দা এক শিক্ষকের পুত্র কর্নেল সন্তোষ বাবু৷

লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার চিনা ফৌজের আক্রমণে আরও দুই জওয়ানের সঙ্গেই শহিদ হয়েছেন কর্নেল সন্তোষ বাবু৷
১৬ বিহার রেজিমেন্টের কম্যাণ্ডিং অফিসার হিসেবে গত ১৮ মাস ধরে চিনা সীমান্তে অতন্দ্রপ্রহরী কর্নেল সন্তোষ বাবু প্রথমে হায়দরাবাদের করুকান্দা সৈনিক স্কুল এবং পরে এনডিএ’র ছাত্র ছিলেন।শহিদ সন্তোষ বাবু, স্ত্রী সন্তোষী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গিয়েছেন।
