Monday, November 17, 2025

পারভিনের মতো সুশান্তের পরিণতি, ইঙ্গিত দিয়েছিলেন মহেশ ভাট

Date:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে একের পর এক তথ্য উঠে আসছে। মৃত্যুর রহস্য ভেদ করতে কাজ শুরু করেছে পুলিশ। কী কারণে অবসাদ এবং তারপর এই চরম পরিণতি তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। অবসাদের কারণ নিয়ে মুখ খুলেছেন কেউ কেউ। সেই তালিকায় যুক্ত হলেন লেখক সুহিত্রা সেনগুপ্ত।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই তাঁর ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। মহেশ ভাটের অফিসে সুশান্তের সঙ্গে পরিচয় হয়েছিল। সেখান থেকেই সুহিত্রা সুশান্তের সম্পর্কে জানতে পেরেছেন বলে জানিয়েছেন। ‘পারভিন ববির ঘটনারই যেন পুনরাবৃত্তি’, সুশান্ত সিং রাজপুতের মানসিক ঘটনার অবনতি নিয়ে রিয়া চক্রবর্তীকে একথা বলেছিলেন পরিচালক মহেশ ভাট। সেকথা উল্লেখ করেছেন সুহিত্রা। সুশান্তের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্যেই তাঁর মনের কঠিন অসুখ নজরে আসে মহেশ ভাটের। পারভিন ববির ঘটনাটা মহেশ ভাট ভালো করে জানেন। তাই তিনি সুশান্তের বিষয়টা বুঝে যান বলে জানিয়েছেন সুহিত্রা সেনগুপ্ত।

সুহিত্রা বলেন, ” গত এক বছর বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত। সুশান্তের মনে হত কেউ তাঁকে মারতে আসছে। সুশান্ত নিজের মনের মধ্যেই গলার আওয়াজ শুনতে পেতেন।” সুশান্তের বাড়িতে অনুরাগ কাশ্যপের ছবি চলছিল বলে জানান সুহিত্রা সেনগুপ্ত। সুহিত্রার কথায়, “সুশান্ত রিয়াকে ফোন করে বলেছিলেন, অনুরাগের ছবি করতে তিনি চাননা। অনুরাগ ওঁকে মারতে আসছে। এরপর ভয় পেয়ে সুশান্তের ফ্ল্যাট ছাড়েন রিয়া।” তিনি জানিয়েছেন, সুশান্তকে নিয়মিত ওষুধ খাওয়ানো চেষ্টা করেছেন রিয়া। কিন্তু ও খেত না। মহেশ ভাট রিয়াকে বলেছিলেন ওখানে থাকলে ও নিজেও ভারসাম্য হারাবে। সুশান্তের বোনের আসার অপেক্ষা করছিলেন রিয়া।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version