Sunday, November 16, 2025

শিলিগুড়িতে রাস্তা বন্ধের বিরোধিতা করে বিক্ষোভের মুখে মহকুমাশাসক

Date:

বাজার বন্ধ করার প্রস্তুতি দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মহকুমাশাসক সুমন্ত সহায়।শিলিগুড়ির চম্পাসারির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বিক্ষোভের মুখে পড়ে ওই এলাকা ছেড়ে চলে যান মহকুমাশাসক। শিলিগুড়ির বাজারগুলি নিয়ে তৎপর প্রশাসন।একের পর এক বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ, সেখান থেকেই সংক্রমণ ছড়াচ্ছে বলে অভিযোগ।

এবিষয়ে ফের মঙ্গলবার স্টেট গেস্ট হাউসে টাস্ক ফোর্সের বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক এস পুন্নমবলম-সহ মহকুমাশাসক সুমন্ত সহায় ও স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠকের পর জেলাশাসক জানান, শহরে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। তবে ১৮, ৪৬, ২, ২৮ নম্বর ওয়ার্ডগুলিকে কড়া নজরে রাখা হচ্ছে। পাশাপাশি বাজারগুলিকে নিয়ন্ত্রণে রাখতে আপাতত রেগুলেটেড মার্কেট , চম্পাসারি বাজার ও নিবেদিতা মার্কেট বন্ধ করে দেওয়া হচ্ছে।

এরপর চম্পাসারি বাজার পরিদর্শনে যান মহকুমাশাসক।সেখানে গিয়ে তিনি রাস্তার ব্যারিকেড দেখেন। কিন্ত গোটা রাস্তা বন্ধ করে দেওয়ায় একদিক খোলার নির্দেশ দেন। এই নিয়েই তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যাবসায়ীরা। তাঁরা দাবি, করেন পুরো রাস্তা বন্ধ করতে হবে। কিন্তু সেটা সম্ভব নয় তা জানিয়ে দেন মহকুমাশাসক। কারণ জরুরি পরিষেবার জন্য একদিক খোলা রাখা হয়েছে। মহকুমারশাসককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version