Wednesday, December 10, 2025

অভিষেকের স্ত্রীর জয় হাইকোর্টে, খারিজ কাস্টমসের সমন

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা কাস্টমস কর্তৃপক্ষের৷

কাস্টমস কর্তৃপক্ষ দমদম বিমানবন্দরে এক ঘটনার প্রেক্ষিতে ২০১৯ সালের ২৬ মার্চ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলা) এবং রুজিরা’র বোন মেনকা গম্ভীরের নামে এক সমন জারি করেছিলো৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই সমনকে অবৈধ এবং আইন বহির্ভূত চিহ্নিত করে বুধবার তা খারিজ করে দিয়েছেন৷ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু এদিন জানিয়েছেন,
আদালত বলেছে, কাস্টমস কর্তৃপক্ষের তরফে ২২মার্চ, ২০১৯ পুলিশে ওই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তও চলছে৷ এই পরিস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের আলাদাভাবে কোনও সমন জারি করার বা কাউকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার আইনি অধিকার নেই৷ যে অভিযোগের ভিত্তিতে কাস্টমস সমন জারি করেছে, সে বিষয়ে যেহেতু তদন্ত চলছে, তাই কাউকে ডেকে পাঠিয়ে আর জিজ্ঞাসাবাদও করতে পারেনা কাস্টমস৷ তাই ওই সমন খারিজ করা হলো৷

আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, গত ২০১৮ সালের ১ মার্চ রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলা) এবং তাঁর বোন মেনকা গম্ভীর ব্যাংকক থেকে ফেরার সময় যখন দমদম বিমানবন্দরে লাগেজের জন্য অপেক্ষা করছিলেন, তখন এক কাস্টমস আধিকারিক তাঁদের কাছে ঘুষ চেয়েছিলেন৷ এই ধরনের ঘুষ দিতে অস্বীকার করায় রুজিরা বন্দ্যোপাধ্যায় সে সময় গর্ভবতী থাকা সত্ত্বেও তাঁকে হেনস্থা পর্যন্ত করা হয়৷ এবং পরে এক মিথ্যা মামলায় তাঁদের যুক্ত করা হয়৷ সেদিন বিমানবন্দরে কাস্টমস দফতর রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বোনের সমস্ত লাগেজ স্ক্রিনিংয়ের জন্য রেড চ্যানেলে নিয়ে যাওয়া হয়েছিলো৷ পরীক্ষা করে কোনও নিষিদ্ধ পণ্য পাওয়া যায় নি। যেহেতু কোনও অবৈধ পণ্য পাওয়া যায়নি, তাই রুচিরাদেবীরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন৷ ১মার্চ রুচিরা দেবী দমদম বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের তদন্ত চলাকালীন কাস্টমস কর্তৃপক্ষ রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বোনের নামে পৃথক সমন জারি করেন সেই সমনের আইনি বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷
আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন,ওই মামলাতেই হাইকোর্ট এদিন খারিজ করেছে কাস্টমস কর্তৃপক্ষের জারি করা সমন৷

spot_img

Related articles

রাজ্যে ভরপুর শীতের আমেজ, উইকেন্ডের আগে আর পারদ পতন নয়

উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে নিশ্চিন্তে ব্যাটিং করছে শীত (Winter)। বৃষ্টির বাউন্সার বা ঝঞ্ঝার ঝক্কি না থাকায় হিমেল...

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক! 

গোয়ার আরপোরায় ‘বার্চ বাই রোমিও লেন’ (Birch by Romeo Lane) নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক অজয় গুপ্তা। এর...

প্রতারণার অভিযোগ উঠতেই রাগবি ইন্ডিয়া প্রেসিডেন্সির সভাপতিত্বে না অভিনেতা রাহুলের!

প্রাক্তন রাগবি খেলোয়াড় রাহুল বোসের (Rahul Bose) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। দায়িত্ব নিয়েও হিমাচল...

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের...