Wednesday, May 14, 2025

প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েক মাস ধরেই। গত ফেব্রুয়ারি মাসেই ৮টি পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে কয়েক দফায় বৈঠকও করেছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক। সেখানেই এলাকা চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছিল।
শেষ পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের ৮টি পুরসভাকে এক ছাতার তলায় এনে কর্পোরেশন গড়ে তোলার প্রস্তাব জমা পড়ল নবান্নে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বুধবার পুর ও নগরোন্নয়ন দফতর মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের অনুমোদনের জন্য ফাইল পাঠিয়েছে রাজ্যের সচিবালয়ে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , কর্পোরেশনের নাম ব্যারাকপুর কর্পোরেশন করার প্রস্তাব দেওয়া হয়েছে। টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভার এলাকা নিয়ে গঠিত হবে এই নতুন কর্পোরেশন।
বর্তমানে রাজ্যে সাতটি কর্পোরেশন রয়েছে। সেগুলি হল, কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। ব্যারাকপুর কর্পোরেশন গঠিত হলে রাজ্যে কর্পোরেশন সংখ্যা দাঁড়াবে ৮টি।
এই আটটি পুরসভার মোট ২০৪টি ওয়ার্ড কমিয়ে নতুন কর্পোরেশনে ১০২টি ওয়ার্ড করার প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে । পুর ও নগরোন্নয়ন দফতর তাতে সায় আছে। এরপরই ফাইল পাঠানো হয়েছে নবান্নে। এখন নবান্নের ছাড়পত্র পেলেই রাজ্যের মুকুটে অষ্টম কর্পোরেশনের পালক জুটবে। তাই ব্যারাকপুর কর্পোরেশন তৈরি হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ।

Related articles

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...
Exit mobile version