Tuesday, November 4, 2025

পুজোয় ট্যুরের ভাবনা IRCTC-র, মানতে হবে কয়েকটি স্বাস্থ্যবিধি

Date:

Share post:

টানা বাড়িতে থেকে একঘেয়েমি লাগছে? চাইছেন পুজোর দিনগুলিতে একটু ঘুরতে যেতে? এই কথা ভেবেই ট্যুর প্যাকেজ আনছে IRCTC। তবে বেড়াতে গেলে গেলে মানতে হবে কতগুলি নিয়ম।

দেখে নিন সেই স্বাস্থ্যবিধি 

১) প্রত্যেক রাজ্যকে দিতে হবে কোভিড ডিক্লেয়ারেশন।

২) ৬৫ বছরের বেশি বয়সের যাত্রীরা যেতে পারবেন না ট্যুরে।

৩) অন্তঃসত্ত্বাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

৪) 10 বছরের নিচের শিশুদের যাওয়ায় থাকছে নিষেধাজ্ঞা।

৫) ট্যুরের ডিজাইন হবে আলাদা।

৬) পর্যটকদের আকর্ষণ করতে কম খরচে ট্যুরের ব্যবস্থা করছে।

৭) উপসর্গহীন রায় যাত্রা করতে পারবেন।

৮) হ্যান্ড স্যানিটাইজার ওর থার্মাল স্ক্রীনিং মাস্ট।

৯) টুডে প্রতিদিন একবার করে থার্মাল স্ক্রিনিং করা হবে।

১০) ট্রেনের প্রতি কম্পার্টমেন্টে জীবাণুনাশক স্প্রে করা হবে।

১১) ট্রেন থামলে প্যান্টিসহ সব কোচ জীবাণুমুক্ত করা হবে।

১২) পর্যটকদের প্রতিটি লাগেজ জীবাণুমুক্ত করা হবে।

১৩) কান্ট্রিতে খাবারের পরিচ্ছন্নতার জন্য বিশেষ সুপারভাইজার থাকবে।

১৪) ট্রেনের রান্নাঘরে সোশ্যাল ডিস্টেন্স মানতেই হবে।

১৫) প্রত্যেক পর্যটককে যথেষ্ট গরম জল দেওয়া হবে।

১৬) প্রত্যেক পর্যটককে মেডিক্যাল কিট দেওয়া হবে।

১৭) নির্দিষ্ট সময় অন্তর মাস্ক, গ্লাভস, গ্লাভস ফেস কভার পরিবর্তন করতে হবে।

১৮) ট্রেনের দুটি কম্পার্টমেন্ট খালি রাখা হবে।

১৯) যে কোন পর্যটক এর উপসর্গ দেখা দিলে ওই কম্পার্টমেন্টে রাখা হবে তাঁদের।

আইআরসিটিসির অধিকর্তা দেবাশীষ চন্দ্র বলেন,” আমরা চাই পুজোর সময় থেকে মানুষ ঘুরতে যাক তাদের প্রয়োজন অনুযায়ী আমরা ছোট টুর প্যাকেজে প্ল্যান করেছি খরচ কমানো হচ্ছে ১০-২০ শতাংশ তবে বড় ট্যুরের প্ল্যান এখনই নয়।”

পাশাপাশি বেসরকারি ট্রাভেল সংস্থা গুলি জানাচ্ছে এখন মুম্বাই তামিলনাড়ু গুজরাট এইসব জায়গায় পর্যটকদের নিয়ে যাওয়া যাবে না করো না পরিস্থিতি মাথায় রেখে এই ব্যবস্থা করা হবে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...