সর্বদল বৈঠকের আগেই প্রধানমন্ত্রীকে আক্রমণ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। জওয়ানরা মারতে মারতে মারা গিয়েছেন, প্রধানমন্ত্রী তার ভাষণে এ কথা বলার পরেই সোনিয়ার প্রশ্ন, এই হামলার দেশের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে। তাই প্রধানমন্ত্রীকে কেন জওয়ানদের শহিদ হওয়ার কথা বলতে হবে? গত তিন মাস ধরে চিনের সঙ্গে চলছিল ভারতের টানাপোড়েন। ঢুকে পড়ছিল চিনা সেনা। চিনারা কতখানি ঢুকেছে? কোন এলাকা দখল করেছে? কতজন সেনা তাদের হামলায় আহত,নিহত বা নিখোঁজ? সব হিসাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। সোনিয়ার এই বক্তব্যের আগেই প্রধানমন্ত্রী সীমান্ত নিয়ে মিনিট পাঁচেক ভাষণ দেন। এখনও পর্যন্ত সরকারের তরফে সোনিয়ার প্রশ্নের জবাব দেওয়া হয়নি।
