সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৫ দিন কেটে গিয়েছে। কিন্তু বলিউড অভিনেতার অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। এই মৃত্যুর জন্য বলিউডের স্বজনপোষণকে দায়ী করেছেন তাঁর বন্ধুরা। অভিনেতার মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন পর বন্ধু রোহিনী আইয়ার।
সুশান্তের মৃত্যুর পর ইনস্টাগ্রামে পোস্ট করেন রোহিনী আইয়ার। তিনি লেখেন, ” ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও গোষ্ঠীর তোয়াক্কা সুশান্ত করতেন না। লবিবাজির মধ্যেও তিনি ছিলেন না। ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে ও সুশান্তের একটি নিজের জগত ছিল। সেটা সূর্যের মতো বড়। বলিউড এবং সিনেমার অন্তরের রাজনীতি নিয়ে মাথা ঘামাতেন না সুশান্ত। ১০০ কোটির ক্লাবের দিকে কোনওদিন ছুটে যাননি তিনি।”
সুশান্তের মৃত্যুর জন্য নেপোটিজমকে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা। মাত্র ৩৪ বছর বয়সে অভিনেতার চলে যাওয়াতে হতবাক পরিজন থেকে অনুরাগীরা। রোহিনীর কথায়, কোনও পরিচালক তাঁকে পার্টিতে না ডাকলে বা বা পছন্দ না করলে সেসব নিয়ে মাথা ঘামানোর সময় ছিলনা সুশান্তের। নিজের জগত ব্যস্ত থাকতেন তিনি। সিনেমার মতো সুশান্ত জীবন ছিল ‘লার্জার দ্যান লাইফ’। তাই কে যোগাযোগ রাখল, কে রাখল না সেসব নিয়ে চিন্তিত ছিলেন না সুশান্ত বলে জানিয়েছেন তাঁর বন্ধু।