ওরাওঁ পরিবারের পাশে রাজ্য, শহীদের বাড়ি গিয়ে আশ্বাস মন্ত্রীর

পরিবারের দুঃসময়ে রাজ্য সরকার পাশে আছে। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ রাজেশ ওরাওঁ-এর বেলগড়িয়া গ্রামের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে এই বার্তা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। মা-বাবার সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত 5 লক্ষ টাকার চেক দেন। পরিবারের একজনকে রাজ্য সরকারি চাকরি দেওয়ার ঘোষণার কথাও জানান মন্ত্রী।
এছাড়া জেলার মানুষ ও জনপ্রতিনিধি হিসেবে যেকোনো বিষয়ে ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন আশিস বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে রাজেশ ওরাওঁ-এর দেহ গ্রামে ফিরবে। সেখানেই পারিবারিক জায়গাতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মৃতদেহ সমাধিস্থ করা হবে। শেষকৃত্য সমর্পণ এর ব্যবস্থা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। বুধবার সকাল থেকেই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গ্রামে গিয়ে শেষকৃত্যের প্রস্তুতির তদারকি করেন।

Previous articleভারতে করোনা: সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ২ লক্ষ
Next articleকলকাতা পোর্ট ট্রাস্টের নামবদলের প্রতিবাদে ফরওয়ার্ড ব্লকের মামলা হাইকোর্টে