ভারতে করোনা: সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ২ লক্ষ

ভারতে করোনায় নতুন সংক্রমণের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও রোজই উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বৃহস্পতিবার সকালে দেশে সুস্থ হওয়ার সংখ্যা প্রায় ২ লক্ষের কাছাকাছি। সুস্থতার হার ৫২.৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ‍্যমন্ত্রকের সর্বশেষ হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জনের করোনায় মৃত‍্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৮১ জন। ফলে ভারতে মোট কোভিড আক্রান্ত এখন ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬। মোট মৃত্যু ১২ হাজার ২৩৭। অ্যাকটিভ কেস প্রায় ১ লক্ষ ৬০ হাজার। অন্যদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৩২৪। করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান মহারাষ্ট্রের। এই রাজ্যে সংক্রমিত ১ লক্ষাধিক। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫১ জনের।

 

Previous articleসেদিন রাতের প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনলেন চিকিৎসাধীন এক জওয়ান
Next articleওরাওঁ পরিবারের পাশে রাজ্য, শহীদের বাড়ি গিয়ে আশ্বাস মন্ত্রীর