বিকেল পাঁচটায় সাংবাদিক সম্মেলন করবে বিদেশমন্ত্রক। গতকালই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র বৈঠক হয়। এরপরই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। সেই আলোচনার পরেই বিদেশমন্ত্রক দেশের মানুষকে সরকারের অবস্থান জানাবে। অনুমান গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানাবে বিদেশমন্ত্রক।
