Thursday, August 28, 2025

কয়লাখনির বেসরকারিকরণে বহু বছরের ‘লকডাউন’ কাটবে: নিলাম প্রক্রিয়ার সূচনায় মন্তব্য মোদির

Date:

করোনা পরিস্থিতিতে আর্থিক প্যাকেজ ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কয়লাখনিতে খনন-উত্তোলনের ক্ষেত্রে বেসরকারিকরণের কথা জানিয়েছিলেন। সেই সূচি মতোই বৃহস্পতিবার, কয়লাখনিগুলিতে খননের ক্ষেত্রে বেসরকারিকরণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য দ্বিস্তরীয় নিলাম প্রক্রিয়ার সূচনা করেন তিনি। এটি পদক্ষেপ আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে বহু বছর ধরে কয়লাখনিগুলিতে চলা লকডাউন কাটবে। দেশে কয়লার বাজার সবার জন্য খোলা হল। সব ক্ষেত্রকে সাহায্য করবে এই পদক্ষেপ। এই সিদ্ধান্তের ফলে কয়লাখনির ক্ষেত্রে অর্থ ও প্রযুক্তির বিনিয়োগ ঘটবে বলেই আশা মোদির।
সূত্রের খবর, প্রাথমিক ভাবে ৪১ টি কয়লাখনিকে নিলামে তোলা হবে। মোদি বলেন, “কয়লাখনির থেকেই হিরে খুঁজে আনতে হবে আমাদের। আমাদের স্বপ্ন একদিন সফল হবে”। এই পদ্ধতিতে বিনিয়োগের পরিসর বাড়বে। ফলে বেসরকারি কোম্পানিগুলি নতুন বাজার পাবে। এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।
এদিন ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি আমাদের আত্মনির্ভর হতে শিখিয়েছে। আর প্রথম ধাপ হিসেবে বিদেশি আমদানির পরিমাণ কমাতে হবে।
দশকের পর দশক ধরে ভারতের কয়লাখনিগুলিতে লকডাউন চলেছে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, জ্বালানি শক্তির সঠিক ব্যবহার করা যাচ্ছে না। সেই কারণেই এই সিদ্ধান্ত। বড় পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এই নিলামের ফলে বাজার তৈরি হওয়ার পাশাপাশি বেকারত্ব কমাতে এবং আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে অন্তত ৩৩ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে আশা প্রধানমন্ত্রীর।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version