Saturday, May 24, 2025

সুশান্তের পরিণতি কোনও গায়কেরও হতে পারে! নাম না করেই সলমনকে একহাত নিলেন সোনু

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ‘জলঘোলা’ হচ্ছে বলিউডে। এই অভিনেতার মৃত্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন গায়ক সোনু নিগম। বললেন, ‘আজ সুশান্ত সিং রাজপুত, এক অভিনেতার মৃত্যু হয়েছে, কাল এই খবর মিউজিক ইন্ডাস্ট্রির কারও থেকে আসতে পারে’।

শুধুমাত্র অভিনয় জগতে নয় সঙ্গীত জগতে আরও বড় রাজনীতি হয়ে থাকে বলে অভিযোগ সোনু নিগমের। বলিউড অভিনেতা সলমন খানকে অভিযুক্ত করে সোনু নিগম তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিয়োতে তিনি বলেছেন, “বলিউডে আজ দুটি সংস্থার হাতে ক্ষমতা। একজন অভিনেতা ঠিক করে দেন কে প্লে-ব্যাক করবে!”

তাঁর কথায়, “মিউজিক ইন্ডাস্ট্রিতে আরও বড় মাফিয়ারাজ চলে। অনেকসময় সুরকার পছন্দ করা সত্ত্বেও মিউজিক কোম্পানি শেষ মুহূর্তে না বলে দেয়।”

এটুকুতেই থেমে যাননি গায়ক। এরপর তিনি সলমনের নাম না করেই আরও জানান, ” আজকাল যে অভিনেতার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠছে, তিনি তো গানের জগতেও যথেষ্ট প্রভাব খাটিয়ে থাকেন, অপছন্দের মানুষদের গাইতে দেন না। অরিজিৎ সিংয়ের সঙ্গেও তিনি এমনটা করেছেন। অভিযোগ সোনুর।

বলেন, ”আমায় তো অনেক গান গাইয়েও, তারপর তা আবার গাওয়ানো হয়েছে অন্য শিল্পীদের দিয়ে, কারণটা বুঝতেই পারছেন।”

বিস্ফোরক সোনু বলেন, তাঁর কাছে বহু নতুন ছেলেমেয়ে একরাশ হতাশা নিয়ে ফোন করেন, কথা বলেন…জানায় কীভাবে শেষ মুহূর্তে বাদ পড়ছেন তাঁরা। কারা নিয়ন্ত্রণ করছে প্লে-ব্যাক সিঙ্গারদের ভাগ্য।

এরপর ভিডিও বার্তার মাধ্যমে গানের দুনিয়ার দুই শিবিরকে বার্তা দেন সোনু….”প্লিজ এমন করবেন না, অভিশাপ, চোখের জল এগুলো কিন্তু খুব খারাপ।”

সেই ভিডিওয় তিনি ইন্দো-চিন সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গেও মুখ খুলেছেন। বলেন, “দেশ এখন নানা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। মানসিক ভাবে বিধ্বস্ত দেশবাসী। তার মধ্যে সুশান্ত সিংয়ের আত্মহত্যা সবার ওপর প্রভাব ফেলেছে। এত ছোট বয়সে একটা প্রাণ চলে গেল। খারাপ লাগারই কথা। সেই শোক কাটিয়ে ওঠার আগেই সীমান্তে ২০ জওয়ান শহিদ হলেন। আমরা ভারতীয়, তার আগে একজন মানুষ। দুটো ঘটনাই আমাদের মনে প্রভাব ফেলেছে।”

spot_img

Related articles

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি: ব্যবস্থা নেওয়ার বার্তা বিদেশমন্ত্রকের

গোটা দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাসকারী (illegal immigrants) বাংলাদেশি নাগরিকদের তালিকা তৈরি হয়েছে। এবার বাংলাদেশকে...

২৪ ঘণ্টায় ভাগ্য বদল হাভার্ডের! ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ আদালতের 

দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে...

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...