রথযাত্রা ঐতিহ্য, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত বদলাক, বলছে পুরীর জগন্নাথ সেনা

জগন্নাথের রথযাত্রা কোনও কোর্টের মামলা নয়, এটা ঐতিহ্যের প্রশ্ন। পুরীর জগন্নাথ মন্দিরের চত্বর থেকে এই দাবি তুলে রথযাত্রা করতে দেওয়ার দাবি জানালেন জগন্নাথ সেনার আহ্বায়ক প্রিয়দর্শিনী পট্টনায়েক। বললেন, স্নানযাত্রায় যেমন কোনও মানুষ ছিল না, রথযাত্রাতেও কেউ থাকবে না। এটা আমাদের অঙ্গীকার। শুধু হাতে গোনা সেবক থাকবেন, যারা ভগবানের সেবা করবেন। এই সেবকদের কোভিড টেস্ট হয়েছে। এরা সকলেই নেগেটিভ হয়েছে। নেগেটিভে নেগেটিভে কোনও সমস্যা নেই।

কী বললেন জগন্নাথ সেনার আহবায়ক আইনজীবী প্রিয়দর্শিনী পট্টনায়েক

Previous articleএবার বাড়িতে বসেই ISKCON-এর রথের দড়ি টানতে পারবেন ভক্তরা !
Next articleBreaking : থানা জ্বালানোর হুমকি সায়ন্তনের