Sunday, November 16, 2025

রইল মহামারির দাপট, আবারও ভুল প্রমাণিত হলো মায়া ক্যালেন্ডারের গণনা

Date:

সূর্যগ্রহণ হলে নির্মূল হবে মহামারির প্রকোপ। আবার মায়া ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী এদিনই ধ্বংস হওয়ার কথা পৃথিবীর। কিন্তু সব কুসংস্কারকে পিছনে ফেলে জয় হলো বিজ্ঞানের।

রবিবার ভারতের আকাশ থেকে স্পষ্ট দেখা গিয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এর আগে ২০১৯-র ২৬ ডিসেম্বরেও ভারতের দক্ষিণাংশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল৷ ওই সময় থেকে চিনে মহামারির দাপট শুরু হয়। সূর্যগ্রহণ প্রসঙ্গে দিন কয়েক আগে পরমাণু বিজ্ঞানী ডঃ কে. সুন্দর দাবি করেন, ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণের পরই পৃথিবী ছেড়ে বিদায় নেবে মহামারি। তাঁর বক্তব্য ছিল, এই মহামারি পরিস্থিতি রাসায়নিক পরীক্ষাগারে তৈরি হয়নি। একটি মহাজাগতিক ঘটনা। মহাকাশ থেকে ক্ষতিকর তেজস্বীরশ্মি বিকরণের ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, মায়া ক্যালেন্ডার বলেছে ২১জুন পৃথিবী ধ্বংসের দিন। এর আগেও পৃথিবী ধ্বংস হওয়া নিয়ে তথ্য দিয়েছিল। ক্যালেন্ডার শুরু ৫১২৫ বছর আগে। কন্সপিরেসি থিয়োরিস্টদের ধারণা ছিল সেই ক্যালেন্ডার শেষ হচ্ছে ২১ ডিসেম্বর, ২০১২। অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার কথা ২০১২ সালের ২১ ডিসেম্বর। সেই গণনাও ভুল হয়। গ্রেগ্রিয়ান ক্যলেন্ডারের সঙ্গে গণনা করে দেখা যায় পৃথিবী ধ্বংস হবে ২১ জুন ২০২০।

তবে বাস্তবে এই দুই মতকে ভুল প্রমাণ করল বিজ্ঞান। নিছক ভ্রান্ত ধারণা ছাড়া যে আর কিছুই নয় তা প্রমাণিত হয়েছে। মায়া ক্যালেন্ডার থেকে মহামারির তত্ত্ব যে অযৌক্তিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিজ্ঞান। আগেই বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিজ্ঞানের সঙ্গে মায়া ক্যালেন্ডারের কোনও সম্পর্ক নেই। মায়া ক্যালেন্ডার অনুযায়ী, ক্যালেন্ডারের শুরুর দিন পৃথিবীর জন্ম। কিন্তু বাস্তবে পৃথিবীর জন্ম কয়েক হাজার কোটি বছর আগে। অন্যদিকে সূর্য গ্রহণের সঙ্গে মহামারির কোনও সম্পর্ক নেই তাও স্পষ্ট করেন বিজ্ঞানীরা। সূর্যের আলো, রশ্মি, অতিবেগুনি রশ্মি বেরোলে মহামারির দাপট কমবে এই ক্ষেত্রে বৈজ্ঞানিক ভিত্তি নেই।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version