Wednesday, December 17, 2025

এবার অনলাইনে মেগা পুজো দেখাবে ‘ফোরাম ফর দুর্গোৎসব’

Date:

Share post:

পরিস্থিতি এক নেই৷ অন্য বছরের মতো এবার বাজেট করলে হবে না৷ লকডাউন যেভাবে দেশের অর্থনীতির কোমর ভেঙ্গে দিয়েছে, তাতে বাজেট অনুসারে টাকা আসবে কোথা থেকে, সেটা ভাবা আরও জরুরি৷

তার থেকেও বড় কথা, সামাজিক দূরত্ব বিধি মেনে ক’জন আর এবার আলো, মণ্ডপ, প্রতিমা বা থিম দেখতে পথে নামবেন ?

তার উপরে জন- নিরাপত্তার কথা মাথায় রেখে পুরীর রথাযাত্রা বন্ধ করতে যেভাবে সক্রিয় হয়েছে সুপ্রিম কোর্ট, একই ভাবে কলকাতা বা বাংলার দুর্গা পুজো নিয়েও যে একই ধরনের নির্দেশ দেবে না, এমন কোনও গ্যারান্টি নেই৷ সব মিলিয়ে ঘেঁটে ঘ হয়ে আছে কলকাতার মেগাপুজো কমিটিগুলি৷

প্রাথমিকভাবে বাজেট কাটছাঁট করছে বেশিরভাগ পুজো কমিটি৷ মানুষ বিপন্ন, খাওয়ার জুটছে না, সেই পরিস্থিতিতে জাঁকজমক করে দুর্গাপুজো এবার কোনও কমিটিই করবে না৷ তাহলে বিকল্প কী ? মানুষ এবার পুজোর আনন্দও উপভোগ করতে পারবে না ? এখানেও লকডাউন ?

না, বিকল্প ভেবেছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’৷ দুধের স্বাদ ঘোলে মেটানোর উদ্যোগ নিয়েছে ফোরাম৷ মানুষের কথা ভেবে এবার অনলাইনে ঠাকুর দেখার পথে এগোচ্ছে ফোরাম ফর
দুর্গোৎসব৷ সঙ্গে আছে কলকাতার নামকরা পুজো কমিটিগুলি।

কলকাতার পুজো উদ্যোক্তাদের মঞ্চ ‘ফোরাম ফর দুর্গোৎসব’ ঠিক করেছে, এবারের পরিবর্তিত পরিস্থিতিতে তারা অনলাইনেই পুজো দেখাবে দর্শকদের। ফোরাম ফর দুর্গোৎসব-এর অন্যতম কর্তা পার্থ ঘোষ জানিয়েছেন, এই উদ্যোগের কথা৷ তাঁর কথা, “বাড়িতে বসেই মানুষ যাতে পুজোর আনন্দ কিছুটা অন্তত উপভোগ করতে পারেন, সেই চেষ্টা চলছে। বিভিন্ন টিভি চ্যানেলে যে পুজো দেখানো হয়, তেমন নয়। একেবারে অন্যরকম ভাবনা৷ অন্যভাবে দেখানো হবে কলকাতার বড় বড় পুজোগুলি”।তিনি জানিয়েছেন, “প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কলাবউ স্নান, মহাষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজো সব দেখানো হবে অনলাইনে। সরাসরি সম্প্রচারিত হবে চণ্ডীপাঠ, আরতি, অঞ্জলি। দেখানো হবে মণ্ডপ, আলো, প্রতিমা৷”

‘ফোরাম ফর দুর্গোৎসব’ ইতিমধ্যেই অনলাইনের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ ফোরামের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় শুরু হচ্ছে ‘পুজোর আড্ডা’। এসব অনুষ্ঠানে বিভিন্ন কমিটির কর্তা, শিল্পীরা অংশ নেবেন। কিছুদিনের মধ্যেই এটা চালু হবে বলে জানিয়েছেন সংগঠনের কর্তারা। তাঁরা বলছেন, অনলাইনে পুজো দেখানোর বিষয়টি প্রাথমিকভাবে ফোরামে আলোচনা হয়েছে এবং সম্মতি মিলেছে। এবার চূড়ান্ত হবে অনলাইন পুজোর ব্যাপারটি। মহামারির আতঙ্কে ঠাকুর দেখতে আসতে না পারলেও আফশোস নেই। পুজোর আনন্দ থেকে বাঙালি যাতে বঞ্চিত না হন,সে চেষ্টাই করছে
‘ফোরাম ফর দুর্গোৎসব’৷

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...