অশোকের পরে মুকুল: ভাইরাস আক্রান্ত শিলিগুড়ি পুরনিগমের সদস্য

অশোক ভট্টাচার্যের পর এবার মুকুল সেনগুপ্ত মারণ ভাইরাসে আক্রান্ত। তিনিও শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই সিপিএম নেতা।শুক্রবার তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। রবিবার দুপুরে তাঁর রিপোর্ট আসে পজিটিভ।তাঁকে সারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শহরে প্রথমে প্রশাসক অশোক ভট্টাচার্য আক্রান্ত হন। তারপর বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা, এবার সিপিএম নেতা তথা প্রশাসক মণ্ডলীর সদস্য মুকুল সেনগুপ্ত আক্রান্ত হলেন।

এদিকে প্রশাসক অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। কারণ, তাঁর সুগার লেভেল বেশি থাকায় কিছুটা সমস্যা হচ্ছে চিকিৎসকদের। ইতিমধ্যেই কলকাতার চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনে কলকাতা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হতে পারে।

Previous articleট্রাফিক পরিকাঠামো উন্নত করতে ২৫৭৭ কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের
Next article১০ দিনে ৫০ হাজার যুবক-যুবতী ‘বাংলার যুবশক্তি’তে, আপ্লুত অভিষেকের ট্যুইট