টানা ১৫ দিন দাম বৃদ্ধি পেট্রোল, ডিজেলের

৩৫ দিনে ২২ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! আজ কলকাতায় কত?
ফাইল ছবি

দেশ জুড়ে টানা ১৫ দিন দাম বাড়ল পেট্রোল, ডিজেলের। ভেঙে গেল গত ২ বছরের রেকর্ড। দেশের বিভিন্ন শহরে শনিবারের তুলনায় প্রতিযোগিতার পেট্রোলের দাম ৩৫-৩৭ পয়সা বাড়ল। ডিজেলের দাম বেড়েছে ৬০-৬২ পয়সা। সব মিলিয়ে গত ১৫ দিনে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৯৭ পয়সা, প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৮ পয়সা।

দিল্লিতে রবিবার ৩৫ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৯ টাকা ২৩ পয়সা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম ৭৮ টাকা ২৭ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইতে ৩৪ পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৮৬ টাকা ০৫ পয়সা। ডিজেলের দাম ৫৮ পয়সা বেড়ে হয়েছে ৭৬ টাকা ৬৯ পয়সা। কলকাতায় পেট্রোল ৩১ পয়সা বেড়ে হয়েছে ৮০ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম ৭৬ টাকা ৬১ পয়সা। চেন্নাইতে ৩২ বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৮২ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ৭৫ টাকা ৮০ পয়সা।

Previous articleফ্রন্টের মধ্যে ফ্রন্ট চাই, ফরওয়ার্ড ব্লকের নতুন দাবিতে বাম-কং জোটে জটিলতা
Next articleবেসরকারি হাসপাতালে কড়া নজরদারি,পুর- কোঅর্ডিনেটরদের বিশেষ দায়িত্ব