Friday, August 22, 2025

ফ্রন্টের মধ্যে ফ্রন্ট চাই, ফরওয়ার্ড ব্লকের নতুন দাবিতে বাম-কং জোটে জটিলতা

Date:

‘বামফ্রন্ট’ থাকা সত্ত্বেও ওই ফ্রন্টের মধ্যেই আরও একটা ফ্রন্ট গঠনের দাবি তুলেছে শরিক ফরওয়ার্ড ব্লক৷ ফব-র দাবি, ‘বামফ্রন্ট, ফ্রন্টের বাইরে থাকা অন্য একাধিক ছোট দল, কংগ্রেস এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি ‘মঞ্চ’ বা ফ্রন্ট তৈরি করা হোক৷ নতুন এই ‘মঞ্চ’ বা ফ্রন্ট-ই বিধানসভা ভোটে লড়বে৷ শুধু প্রস্তাব নয়, একধাপ এগিয়ে ফব এই জোটের নামও দিয়েছে৷ ‘গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ঐক্য’, এমন নামও প্রস্তাব করেছে ফরওয়ার্ড ব্লক নেতারা।

বামফ্রন্ট- শরিকের এই দাবি মানতে নারাজ সিপিএম৷ আলিমুদ্দিনের প্রশ্ন, বামফ্রন্ট থাকতে আর একটা ফ্রন্ট কেন? বড় শরিকের এই কথায় ক্ষুব্ধ ফব৷ ক্ষোভ নিয়ে বিবাদও তুঙ্গে। এই ক্ষোভের জেরে আলাদা পথে হাঁটার কথাও বলে ফেলেছে ফরওয়ার্ড ব্লক।

আসন্ন বিধানসভা ভোট নিয়ে গত শুক্রবার কংগ্রেস ও বামফ্রন্ট নেতাদের প্রথম প্রস্তুতি বৈঠকের কথা ছিলো। তা হয়নি। ফব-র দাবির সমাধান না হলে, এ ধরনের বৈঠক কবে হবে, আদৌ হবে কি’না, তারও ঠিক নেই। ফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লকের বক্তব্য ছিলো, কং-বামের আসন সমঝোতাকে মানুষ ‘জোট’ বলে মানেনি৷ যৌথ কর্মসূচিও ছিল না। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড় মহড়া নিতে হলে সত্যিকারের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এই দাবি প্রথমেই উড়িয়ে দিয়েছে সিপিএম৷ ফব-র এই দাবিতে বিরক্ত সিপিএম৷ ওদিকে, এই প্রস্তাব মানতে আপত্তি নেই কংগ্রেসের। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে নতুন ফ্রন্টের আহ্বায়ক মানতেও কংগ্রেস রাজি৷

বিধানসভা ভোটে আসন ভাগাভাগি অথবা অন্যান্য বিষয় নিয়ে বৈঠকের কথা ছিলো বাম-কংগ্রেসে। কিন্তু ফব-র নতুন দাবির ঠেলায় সেই সলতে পাকানোর বৈঠক বাতিল করতে হয়েছে৷ বামফ্রন্টের অভ্যন্তরীণ কোন্দলে আপাতত ঠাণ্ডাঘরে বাম-কংগ্রেসের ভোটের জোট৷ ফ্রন্টের মধ্যেই ফ্রন্টের দাবি তুলে ফরওয়ার্ড ব্লক বাম-কং জোটে জটিলতাই বৃদ্ধি করলো বলেই রাজনেতিক মহলের ধারনা৷

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version