Thursday, August 21, 2025

আমফানের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেগঙ্গায়

Date:

Share post:

আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সেই ক্ষতিপূরণের দাবি এবং পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের দাবি নিয়ে দেগঙ্গা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সোমবার এই দাবি নিয়ে টাকি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ।

এদিন দেগঙ্গা ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের হাজার তিনেক সাধারণ মানুষ দেগঙ্গার চিত্ত বসু মার্কেট থেকে টাকি রোড ধরে দেগঙ্গা বিডিও অফিস ঘেরাও করেন। টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সাধারণ মানুষের অভিযোগ পঞ্চায়েত প্রধান, উপ প্রধান সহ সদস্যরা তাঁদের পরিবারের সদস্যদের নামে আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ পেয়েছেন। অন্যদিকে যাদের ক্ষতি হয়েছে তাঁরা এখনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ সাধারণ মানুষের।

স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে একাধিকবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানানো হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এদিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলারা বিডিও অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ দেখাতে গিয়ে গেট ভেঙে বিডিও অফিসের ভিতরে ঢোকেন তাঁরা। শেষ পর্যন্ত বিডিওর সঙ্গে কথা বলেন বিক্ষোভকারীরা। বিডিও আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...