Saturday, January 10, 2026

আমফানের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেগঙ্গায়

Date:

Share post:

আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সেই ক্ষতিপূরণের দাবি এবং পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের দাবি নিয়ে দেগঙ্গা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সোমবার এই দাবি নিয়ে টাকি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ।

এদিন দেগঙ্গা ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের হাজার তিনেক সাধারণ মানুষ দেগঙ্গার চিত্ত বসু মার্কেট থেকে টাকি রোড ধরে দেগঙ্গা বিডিও অফিস ঘেরাও করেন। টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সাধারণ মানুষের অভিযোগ পঞ্চায়েত প্রধান, উপ প্রধান সহ সদস্যরা তাঁদের পরিবারের সদস্যদের নামে আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ পেয়েছেন। অন্যদিকে যাদের ক্ষতি হয়েছে তাঁরা এখনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ সাধারণ মানুষের।

স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে একাধিকবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানানো হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এদিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলারা বিডিও অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ দেখাতে গিয়ে গেট ভেঙে বিডিও অফিসের ভিতরে ঢোকেন তাঁরা। শেষ পর্যন্ত বিডিওর সঙ্গে কথা বলেন বিক্ষোভকারীরা। বিডিও আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...