একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা কর্পোরেশন শহরে ২০ হাজার গাছ বসাবে। আজ, সোমবার তার শুভ সূচনা হলো কলকাতা পুরসভার সামনে। মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম নিজে হাতে গাছ বসান।


গাছ লাগানোর পাশাপাশি রাস্তা সংস্করণের কাজও হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে সেই কাজে বাধ সাধছে বৃষ্টি। বৃষ্টি কমলে রাস্তা সংস্কারের কাজ হবে।

এদিকে এফিন থেকে কলকাতা কর্পোরেশনে লালা রস পরীক্ষা শুরু হয়েছে। বেশ ক’দিন ধরে চলবে এই কাজ। পুরসভার কর্মীদের প্রত্যেকের নমুনা সংগ্রহ না হওয়া পর্যন্ত এই পরীক্ষা চলবে। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছে ফিরহাদ হাকিম।