ত্রাণ নিয়ে দেগঙ্গা বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় 14 জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বারাসাত আদালতে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৬ জনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত।

উদ্দাম দাস, উদ্ভব দাস, রিনা রায়, আদিত্যরঞ্জন দাস, নাতাসা খান, জুলি সাহা। পুলিশ সূত্রে খবর, এঁরা বহিরাগত ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। অন্যদিকে, সীমান্ত মুণ্ড, সুবির হাসান, সুদশন বারি, আব্দুল ওয়াব, মোজ্জাফার রহমান, ফতেমা বিবি, আরতি সর্দার, জোৎস্না সাউ স্থানীয় বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।