ত্রিপক্ষ ভার্চুয়াল বৈঠকে জয়শঙ্কর, প্রাথমিকভাবে সকলেই সন্তুষ্ট

ভারত-চিন সীমান্ত সংঘর্ষের মাঝে হঠাৎই গুরুত্বপূর্ণ ভূমিকায় রাশিয়া। মূলত রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের উদ্যোগেই মঙ্গলবার রাশিয়া-চিন-ভারতের বিদেশমন্ত্রী পর্যায়ের ত্রিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক হলো। এই প্রথম ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভিডিও কনফারেন্সে মুখোমুখি হলেন, চিনে তাঁর কাউন্টার পার্ট ওয়াং ই। এর আগে দুজনের শেষ কথা ১৭জুন, ১৫ই সীমান্ত সঙ্ঘর্ষের পর। আলোচনাকে মাথায় রেখেই কাল, বুধবার মস্কোয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চিনা প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফেঙের মধ্যে কথা হবে।

১৫ জুনে সীমান্ত সংঘর্ষের পর রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত ডি বালা ভেঙ্কটেশ ভার্মা রাশিয়ার উপ বিদেশমন্ত্রী ইগর মর্গুলিভের সঙ্গে ১৭ জুন বৈঠক করেন। মূলত আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কোথায় কথায় ভারত-চিন সংঘর্ষ নিয়ে সেই সময় রাশিয়ার পক্ষ থেকে সরকারি বিবৃতি দেওয়া হলেও ভারত কিন্তু কোনও বিবৃতি দেয়নি। শেষ পাঁচ বছরে রাশিয়া এবং চিনের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। আমেরিকার সঙ্গে চিনের যত দূরত্ব বেড়েছে, ততই রাশিয়ার কাছাকাছি এসেছে। তবে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে ত্রিপাক্ষিক বৈঠক যথেষ্ট আশাব্যঞ্জক। তিনপক্ষই আগামী কালের বৈঠকের দিকে।

Previous articleদেগঙ্গা বিডিও অফিস ভাঙচুর: ধৃত ১৪ জনের হেফাজতের নির্দেশ
Next articleটালিগঞ্জ থানায় ঢুকে যুবক বললেন, আমি করোনা পজেটিভ!