দেগঙ্গা বিডিও অফিস ভাঙচুর: ধৃত ১৪ জনের হেফাজতের নির্দেশ

ত্রাণ নিয়ে দেগঙ্গা বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় 14 জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বারাসাত আদালতে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৬ জনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত।

উদ্দাম দাস, উদ্ভব দাস, রিনা রায়, আদিত্যরঞ্জন দাস, নাতাসা খান, জুলি সাহা। পুলিশ সূত্রে খবর, এঁরা বহিরাগত ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। অন্যদিকে, সীমান্ত মুণ্ড, সুবির হাসান, সুদশন বারি, আব্দুল ওয়াব, মোজ্জাফার রহমান, ফতেমা বিবি, আরতি সর্দার, জোৎস্না সাউ স্থানীয় বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

Previous articleকঠিন পরিস্থিতি থেকে মুক্তির আলো চেয়ে জগন্নাথদেবের কাছে প্রার্থনা মুখ্যমন্ত্রীর
Next articleত্রিপক্ষ ভার্চুয়াল বৈঠকে জয়শঙ্কর, প্রাথমিকভাবে সকলেই সন্তুষ্ট