Wednesday, August 27, 2025

ত্রাণে দুর্নীতি, জনতার চাপে কান ধরে ক্ষমা চাইলেন পঞ্চায়েত সদস্য, বহিষ্কার করল তৃণমূল

Date:

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে দুর্নীতি। যার জেরে এলাকার মানুষ ঘিরে ধরলেন নেতাকে। মানুষের প্রবল চাপ আর বিক্ষোভে পড়ে প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনা জানার পরই দল থেকে তাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।

স্বপন ঘাঁটি নামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তছরূপের এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সে খবর নিয়ে হইচই শুরু হয়। জানা গিয়েছে, মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন ঘাঁটি আমফান ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ তার নিজের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি ভেঙে যাওয়ার টাকা তিনি নিজে নেন। এছাড়া আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাকে ঘিরে ধরেন। খবর যায় পুলিশে। আসেন মথুরাপুর দু’নম্বরের বিডিও। জনতার প্রবল চাপে তাদের সামনে কান ধরে নিজের দোষ কবুল করেন স্বপন ঘাঁটি। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলের চাঞ্চল্য ছড়ায়।

সম্প্রতি পরপর বেশ কয়েকটি দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২০ জুন হুগলির মনোজকুমার সিং নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধেও একইরকম অভিযোগ ওঠে। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে তাকেও দল থেকে বহিষ্কার করা হয়।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version