Monday, November 17, 2025

৩৭০ ধারা বিলোপ থেকে অখণ্ড বাংলার প্রসঙ্গ তুলে প্রয়াণ দিবসে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধার্ঘ্য বিজেপির

Date:

Share post:

আজ, ২৩ জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬৭ তম প্রয়াণ দিবস। এই উপলক্ষ্যে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে “বলিদান দিবস” হিসেবে পালন করলো রাজ্য বিজেপি। প্রতিবছরের মতো এবছরও বিজেপির তরফ থেকে এই দিবস পালন করা হচ্ছে । কেওড়াতলা মহাশ্মশানে সকালেই পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। এদিন শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সৌমিত্র খাঁ-সহ রাজ্য বিজেপির নেতারা।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “শ্যামাপ্রসাদ মুখার্জীকে নিয়ে না কোনও বিতর্ক আছে, না তাঁর কোনও মূর্তি নিয়ে বিতর্ক আছে। তাঁর অবদান কখনও অস্বীকার করা যায় না। তিনি দেশের জন্য যা করেছেন তা যুগ যুগ ধরে সকলে মনে রাখবে।”

তিনি আরও বলেন, “শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল কাশ্মীর থেকে ৩৭০ ধারা এবং ৩৫-এ বিলুপ্ত করা হবে, তা আজ সফল হয়েছে। তিনি যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখতেন তা পূরণ হয়েছে। কিন্তু তাঁর হিন্দু বেঙ্গলি-হোমল্যান্ড আজ বিপন্ন। বাংলাদেশের সঙ্গে যোগ হতে যাচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তাঁর সেই স্বপ্নও পূরণ করবো।”

এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, “বিজেপির একমাত্ৰ আইকন শ্যামাপ্রসাদ মুখার্জী নন। যাঁরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, তাঁরা সবাই বিজেপির কাছে আইকন। যাঁরা ফটো নিয়ে রাজনীতি করেন, তাঁদের দলে তিনি নেই।”

অন্যদিকে রাহুল সিনহা জানিয়েছেন, “ভারতবর্ষের জন্য এবং সমগ্র দেশবাসীর জন্য ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি যা করেছেন, তাঁর অবদান অবিশ্বাস্য। তিনি পশ্চিমবঙ্গের জন্য যা করেছেন, তা কখনও রাজ্যের মানুষ ভুলতে পারবেন না ।শুধু পশ্চিমবঙ্গ নয়, আজ পঞ্জাবকে ভারতের অন্তর্ভুক্ত করায় শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান অনস্বীকার্য।”

এর পাশাপাশি রাহুল সিনহা আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, “কাশ্মীরে ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা শ্যামাপ্রসাদ মুখার্জী বিলুপ্ত করার দাবি নিয়ে কাশ্মীরে গেছিলেন। এবং সেখানে তাঁকে হত্যা করা হয় ষড়যন্ত্র করে। কিন্তু আজ নরেন্দ্র মোদি সরকারের তত্ত্বাবধানে কাশ্মীরে ৩৭০ এবং ৩৫-এ ধারা বিলোপ করা হয়েছে। অর্থাৎ, শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান কখনই ভোলা সম্ভব নয়।”

একইসঙ্গে রাহুল সিনহা বলেন, “কলকাতা পোর্ট ট্রাস্ট-এর নাম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা একদম যথোপযুক্ত হয়েছে।”

spot_img

Related articles

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...