Friday, November 14, 2025

স্ত্রী-শাশুড়িকে খুন করে আত্মঘাতী, নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

Date:

বেঙ্গালুরুতে স্ত্রী শিল্পী আগরওয়ালকে খুন করার পর স্বামী অমিত আগরওয়াল কলকাতায় এসে শাশুড়ি ললিতা ঢনঢনিয়াকেও গুলি করে হত্যা করে। তারপর নিজেই আত্মঘাতী হন জামাই অমিত। পালিয়ে বাঁচেন শ্বশুর সুভাষ ঢনঢনিয়া।

সোমবার বিকেলে ফুলবাগান থানা এলাকার এক আবাসনের ফ্ল্যাটে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷

প্রশ্ন একাধিক :

◾ললিতাদেবীর সঙ্গে কথা কাটাকাটির সময় জামাই পকেট থেকে পিস্তল বের করে, এটা দেখার পরও কেন এবং কীভাবে পালালেন শ্বশুর সুভাষ ঢনঢনিয়া ?

◾পুলিশকে সুভাষবাবু বলেছেন, তাঁদের ফ্ল্যাটে আসার আগে অমিত ফোনে জানিয়েছিলেন, তিনি আসছেন৷ সেক্ষেত্রে কি শ্বশুর আগে থেকেই জানতেন এমন কিছু হতে চলেছে ?

◾হাতে পিস্তল নিয়ে ফ্ল্যাটে ঘুরছেন অমিত, তার মধ্যেই দরজা খুলে পালালেন কীভাবে সুভাষ ঢনঢনিয়া ?

◾অমিত-ই কি সুভাষ ঢনঢনিয়াকে পালাতে দিয়েছে ?

◾ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একটি পিস্তল ও দু’রাউন্ড গুলি। আধুনিক এই পিস্তল কোথা থেকে পেয়েছেন অমিত আগরওয়াল ?

◾বেঙ্গালুরুতে স্ত্রী শিল্পীকে গলা টিপে খুন করে অমিত৷ পিস্তলের ব্যবহার হয়নি৷ তাহলে অমিত এই পিস্তল কি কলকাতায় ফিরে সংগ্রহ করেছে ?

◾বেঙ্গালুরু পুলিশ শিল্পীর দেহ দরজা ভেঙে উদ্ধার করে। সেখান থেকেও দ্বিতীয় একটি পিস্তল উদ্ধার হয়েছে। এই পিস্তলগুলি লাইসেন্সপ্রাপ্ত কি’না এখনও জানা যায়নি৷ প্রশ্ন, একাধিক পিস্তলের লাইসেন্স অমিত বা শিল্পী কীভাবে পেলেন ? কেন দেওয়া হয়েছিলো ? শিল্পীও কি সুযোগ বুঝে অমিতকে খুন করতে চেয়েছিলেন ?

◾অমিত কলকাতায় ফিরে পিস্তল জোগাড় করেছিলেন? না’কি বেঙ্গালুরু থেকেই নিয়ে এসেছিলেন ? না’কি পিস্তলটি উত্তরপাড়ায় বসবাস করা অমিতের ভাইয়ের ?

◾আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স মামলার রায় প্রকাশ হতো৷ ডিভোর্স-মামলা চলা সত্ত্বেও স্ত্রী, শ্বশুর, শাশুড়ি-র উপর এত ক্ষিপ্ত কেন ছিলেন অমিত ? তাহলে কি স্ত্রী, শ্বশুর, শাশুড়ি এর মাঝে এমন কিছু অমিতকে বলেছিলেন বা করেছিলেন যাতে অমিত এই কাজে বাধ্য হয়েছে ?

গত শনিবার বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে তাঁদের ১০ বছরের একমাত্র সন্তানকে নিয়ে কলকাতার আসে অমিত৷ কলকাতায় পৌঁছে উত্তরপাড়াতে ভাইয়ের কাছে বাচ্চাকে রাখে৷ ফলে, সব কিছুই দেখেছে অমিত-শিল্পীর সন্তান৷ সে অনেক কিছু বলতে পারবে বলে পুলিশের ধারনা৷ গত কয়েক সপ্তাহ ধরে অমিত কার কার সঙ্গে কথা বলেছেন, তা জানতে দেখা হচ্ছে অমিতের কল- ডিটেইলস৷ কল ডিটেলসের সূত্র ধরেই অনেককিছু জানা যাবে বলে মনে করছে পুলিশ।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version