আমেরিকায় বাতিল এইচওয়ানবি ভিসা, তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারে ধস

এবছরের মতো এইচওয়ানবি ভিসা দেওয়া বাতিল করল প্রশাসন। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। একইসঙ্গে প্রশাসন জানিয়েছে, এইচ এইট, এল ওয়ান এবং জে ওয়ান ভিসা দেওয়া হবে না।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পরেই ভারতীয় শেয়ারবাজারে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে বড় মাপের পতন ঘটল৷ যার মধ্যে সবথেকে খারাপ অবস্থা টিসিএস এর। একইসঙ্গে শেয়ারবাজারে পতন হয়েছে উইপ্রো, ইনফোসিস এবং এইচসিএল এর। মঙ্গলবার টিসিএস-এর শেয়ার ১১.১৫ শতাংশ পড়ে যায়৷ দিনের শুরুতেই ইনফোসিস ছিল ৫ শতাংশ নেগেটিভে৷ নিফটি-তে আইটি ইনডেক্স ০.১৬ শতাংশ কমে দাঁড়ায় ১৪ হাজার ৪৪০ পয়েন্ট৷

অতিমারি পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। যার প্রভাব পড়তে চলেছে ২ লক্ষ মানুষের উপর। বিশেষত যারা আমেরিকায় চাকরি করার স্বপ্ন দেখেছিলেন। এই সিদ্ধান্তের জন্য বড় ধাক্কা এলো ভারতের উপর৷ কারণ ৮৫ হাজার ভিসার মধ্যে প্রায় ৭০ শতাংশই ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কর্মীদের জন্য ইস্যু করা হয়৷

প্রসঙ্গত, আমেরিকায় কাজ করার জন্য এইচওয়ানবি ভিসা দেওয়া হয়। একটি নির্দিষ্ট সময়ের জন্য এই ভিসা জারি করা হয়ে থাকে। ৩ বছরের জন্য দেওয়া হয়ে থাকে যা পরে ৬ বছর পর্যন্ত অধিকতম বাড়ানো যেতে পারে। এই ভিসা শেষ হওয়ার পর আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করতে হয়।তবে যারা ওয়ার্ক ভিসায় কাজ করছেন তাঁদের উপরে কোনও প্রভাব পড়বে না।

Previous articleBig Breaking: জুলাই মাস জুড়ে বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী
Next article১১ ঘণ্টার দীর্ঘ বৈঠক, পূর্ব লাদাখ থেকে সরতে রাজি হলো চিন