Sunday, November 16, 2025

প্রবল দিলীপ-বিস্ফোরণ! দয়া নয়, বিজেপি হিংসাও জানে, তুমি তরোয়াল নিয়ে এলে আমিও আনব

Date:

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে আবার বোমা ফাটালেন দিলীপ ঘোষ। বললেন, ‘ আবার বলছি বদলা নেব। যারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের খুনি, যারা আমাদের ১০৪ জন কর্মীকে খুন করেছে, তাদের সাজা তো পেতেই হবে। বলিদানে আমরা ভয় পাই না। তোমাদের পশ্চিমবাংলায় থাকতে হবে, চাকরি করতে হবে। বিজেপি শাসকের ভূমিকায় এলে সমস্ত দোষের, সমস্ত খুনের সাজা আমরা সেদিন দেব। পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, এসব মারব, কাটব, ধরবার রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন না। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দের এই রাজ্য বিজেপিকে ছুড়ে ফেলে দেবে। হিংসার রাজনীতি দেশের মানুষ নেবেন না।

বিজেপির রাজ্য সদর দফতরে বলিদান দিবস উপলক্ষে বদলা এবং বদল এর প্রসঙ্গ ফের উত্থাপন করেন দিলীপ। বলেন, বদল তো করবেনই রাজ্যের মানুষ, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু বদলাও নেব। যারা মায়ের কোল খালি করছে, যারা বাবার হাতে মৃত সন্তান তুলে দিচ্ছে, রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে, সেই অপরাধের বদলা আমরা নেব। এটাই শ্যামাপ্রসাদের স্বপ্ন ছিল। তুমি তরোয়াল নিয়ে এলে আমি তরোয়াল নিয়ে আসব। তুমি ছুরি নিয়ে এলে আমি ছুরি নিয়ে আসব। আর তুমি হাতজোড় করে এলে আমিও হাতজোড় করে আসবো, তোমাকে বুকে জড়িয়ে নেবো। বিজেপির হিংসা করার ক্ষমতা আছে। যে হিংসা করতে পারে না, সে কাপুরুষের মতো দয়ার কথা বলে। এরকম কাপুরুষের মত যারা দয়ার কথা বলছে, তারাই আমাদের ১০৫জন কর্মীকে হত্যা করেছে। তাদেরও দিন আসছে। হিসাব কড়ায়-গণ্ডায়, সুদে-আসলে বুঝিয়ে দেব। যদি সুস্থ থাকতে চাও তাহলে আমাদের সুস্থ থাকতে দাও। যদি শান্তি চাও তাহলে আমাদের শান্তিতে থাকতে দাও। আর যদি গণতন্ত্র চাও তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ কোরো না। বিজেপির সদর দফতরের সামনে এই অনুষ্ঠানে দিলীপ ছাড়াও ছিলেন সায়ন্তন বসু, প্রতাপ মুখোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পাল প্রমুখ।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version