লকডাউনের জেরে মার্চ মাস থেকেই বন্ধ শুটিং। মুম্বই থেকে উত্তরপ্রদেশে ফিরেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। মুজফফরনগরের কাছে নিজের গ্রাম বুধানাতে চাষের কাজে হাত লাগিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও নিজেই পোস্ট করেছেন পর্দার দশরথ মাঝি।

টুইটারে আপলোড করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সারাদিন চাষের কাজের পর জমির পাশের আলোর জলে হাতমুখ ধুয়ে লিখছেন তিনি। নওয়াজের পরনে একটা টি-শার্ট ও ট্র্যাক প্যান্ট। ক্যাপশনে তিনি লিখেছেন, “আজকের দিনের মতো শেষ হলো।” অভিনেতার এই ভিডিও দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। কেউ বলছেন, ২০ আগের জীবনে ফিরে গিয়েছেন অভিনেতা। কেউ আবার বলছেন, তিনি যেন একজন তারকা তা বোঝাই যাচ্ছে না। একেবারেই মাটির মানুষ।

Done for the day !!! pic.twitter.com/1oXDUS4E8m
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) June 22, 2020