প্যারোলের মেয়াদ বাড়াতে চায় রাজ্য সরকার

সংশোধনাগারের আবাসিকদের প্যারোলের মেয়াদ বাড়াতে চায় রাজ্য। মহামারি পরস্থিতি মাথায় রেখেই এই ভবনা সরকারের। প্যারোলের মেয়াদ শেষ হয়ে এলে, ফের এক মাস বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। এমনটাই খবর রাজ্য কারা দফতর সুত্রে। রাজ্যের কারামন্ত্রী উজ্জল বিশ্বাস জানিয়েছেন, প্যারোলের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে।
ভাইরাস সংক্রমণ বাড়ার পর সংশোধনাগারে ভিড় কমাতে উদ্যোগী হয় রাজ্য। আবাসিকদের সুরক্ষার জন্যই এই উদ্যোগ। ঠিক হয় ধাপে ধাপে প্যারোলের মাধ্যমে সাজাপ্রাপ্ত আবাসিকদের ছেড়ে দেওয়া হবে। সেই সঙ্গে বিচারাধীন আবাসিকদের জামিনে মুক্তির বিষয়েও উদ্যোগ নেওয়া হয়।

Previous articleগ্রামের জমিতে চাষ করছেন নওয়াজ, ‘মাটির মানুষ’- র প্রশংসা নেটিজেনদের
Next articleস্কুলে স্কুলে ফিজ মকুবের দাবিতে পথে অভিভাবকরা, সঙ্গে ক্ষুদে পড়ুয়ারা