রাজ্যের কড়া পদক্ষেপ : হাসপাতাল থেকে রোগী ফেরালেই শাস্তি

হাসপাতালগুলি রোগী ফেরানো বন্ধ করতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার বেসরকারি হাসপাতালে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যভবন থেকে জোড়া বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। বলা হলো রোগী ফেরালে কড়া শাস্তির মুখে পড়তে হবে সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতালগুলিকে। করোনা চিকিৎসা নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে।

কী সেই বিজ্ঞপ্তি? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে —

১. রোগী ফেরালে লাইসেন্স বাতিল হবে বেসরকারি হাসপাতালের। সেই সঙ্গে অপরাধমূলক মামলাও হবে।

২. সরকারি হাসপাতালগুলিও রোগী ফেরাতে পারবে না। ফেরালে সেই বিভাগের স্বাস্থ্য কর্মী চিকিৎসক এবং বিভাগীয় প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা।

৩. হাসপাতাল থেকে ফেরানো যাবে না করোনা রোগীকে।

Previous articleপুকুর থেকে উঠে এল দানবাকৃতির কুমির!
Next articleপাঁচ দিনে ৪০ হাজারেরও বেশি সাইবার অ্যাটাক দেশে, কাঠগড়ায় চিনা হ্যাকাররা