মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পিপিই-র দাবিতে বিক্ষোভ

করোনার রোগীর চিকিৎসা করতে গিয়ে পিপিই কিট ও সুরক্ষিত পোষাক না পাওয়ায় বিক্ষোভ হাসপাতাল কর্মীদের।

বৃহস্পতিবার, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান প্রায় ৩০০ জন কর্মী। অভিযোগ, বুধবার করোনায় আক্রান্ত হয়ে ডোমকলের এক যুবকের মৃত্যু হয় ওই হাসপাতালে। ওই রোগীকে যে স্বাস্থ্যকর্মীরা দেখাশোনা করেছেন তাঁদের কোনও পিপিই কিট দেওয়া হয়নি। এমনকী, ওই কর্মীদের কোয়ারেন্টাইনে রাখার কোন ব্যবস্থাও করা হয়নি। এর প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন শুরু করেন তাঁরা। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকের কাছে দাবি জানালে কাজ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়।

Previous articleরথে আসেনি বায়না, অতিমারির গ্রাসে চন্দননগরের আলোর খেলা
Next articleBig Breaking: স্থগিত সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা