BIG BREAKING: ১২আগস্ট পর্যন্ত বাতিল সমস্ত রেল পরিষেবা! চলবে বিশেষ ট্রেন

আগামী ১২আগস্ট পর্যন্ত বাতিল করা হলো সমস্ত লোকাল-প্যাসেঞ্জার এবং দূরপাল্লার ট্রেন। চালানো হবে না মেট্রো রেলও। রেল বোর্ড-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। তবে এই সময়ের মধ্যে আগের মতোই বিশেষ ট্রেন পরিষেবা সচল থাকবে।

এর ফলে আগামী ১ জুলাই থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত বুক হওয়া সমস্ত টিকিট বাতিল হবে। এবং অনলাইনে যাঁরা টিকিট বুক করেছিলেন, পুরো টাকাই তাঁদের একাউন্টে দিয়ে দেওয়া হবে।

রেলের এই ঘোষণার পর এর আগেও টিকিট বাতিল করেছে রেল। গত মাসে লকডাউনের আগে কাটা ৯৪ লক্ষ টিকিটের মূল্য হিসেবে মোট ১৪৯০ কোটি টাকা ফেরত দিয়েছে রেল। তার আগে ২২ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বুক করা টিকিটের মূল্য হিসেবে ৮৩০ কোটি টাকা ফেরত দিয়েছে রেল।

উল্লেখ্য, গত ১ জুন থেকে লকডাউন শিথিল হয়ে আনলক ফেজ ওয়ানের পর থেকেই দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। আক্রান্তের মতো মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে। এই পরিস্থিতিতে ট্রেন চালালে ঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাই সবদিক চিন্তা-ভাবনা করেই দেশজুড়ে রেলের চাকা বন্ধ রাখার নেওয়া হলো বলেই মনে করা হচ্ছে।

এর আগে গত ২২ মার্চ থেকে বিশেষ ট্রেন ছাড়া সবরকম ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে রেল।

 

Previous articleমামলায় স্থগিতাদেশ, ভাটপাড়ায় থাকছেন প্রশাসক
Next articleবাইপাস চত্বরে মদের দোকান খোলাকে কেন্দ্র করে তুলকালাম! তারপর?