আগামী সপ্তাহেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়াবে : হু

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহেই করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

এই বিষয়ে একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম ঘেব্রেইসাস বলেন, আমরা আশঙ্কা করছি আগামী সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে।
এছাড়া সাংবাদিক সম্মেলনে বিশ্বজুড়ে অক্সিজেন ঘাটতির বিষয়েও সতর্ক করে দেন তিনি । এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বর্তমানে সরবরাহের চেয়ে অক্সিজেনের চাহিদা অনেক বেশি। এই অক্সিজেনের চাহিদা মেটাতে গিয়ে প্রবল সমস্যায় পড়ছে বহু দেশ।ওয়ার্ল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লক্ষ ১০ হাজার ১৬১ জন। মারা গিয়েছেন ৪ লক্ষ ৮৩ হাজার ৮২১ জন।

 

Previous articleতাঁর নামে ভুয়ো ফ্যান পেজ বানিয়ে টাকা তোলার অভিযোগ শ্রাবন্তীর
Next articleতলানিতে যাওয়ার ইতিহাস গড়বে ভারতীয় অর্থনীতি, জানালো IMF