তলানিতে যাওয়ার ইতিহাস গড়বে ভারতীয় অর্থনীতি, জানালো IMF

ভারতীয় অর্থনীতির হাল চলতি বছরে কতখানি খারাপ হতে চলেছে, বুধবার তা জানালো IMF বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার৷ সংস্থার বক্তব্য, এ বছর ভারতীয় অর্থনীতির ৪.৫ শতাংশ হারে সঙ্কোচন হবে, যা দেশের এত বছরের ইতিহাসে ‘সর্বনিম্ন’। মহামারির মোকাবিলায় গোটা দেশে দফায় দফায় লকডাউন ঘোষণা করে কেন্দ্র। এর জেরে দেশের যাবতীয় অর্থনৈতিক প্রক্রিয়াই কার্যত বন্ধ হয়ে যায়। ভারতীয় অর্থনীতির এভাবে মুখ থুবড়ে পড়ার কারণ হিসাবে IMF এই যুক্তিই দিয়েছে৷ তবে এটাও বলেছে, ২০২১ সালে ৬% বৃদ্ধির হার নিয়ে ভারতীয় অর্থনীতি ফের ঘুরে দাঁড়াতে পারে৷
পাশাপাশি জানিয়েছে, বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও ৪.৯ শতাংশ সংকুচিত হবে৷

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সংশোধিত সংস্করণ প্রকাশ করার পর IMF-এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেছেন, “২০২০ সালে ভারতীয় অর্থনীতির ৪.৫ শতাংশ হারে সংকোচন হবে, যা ঐতিহাসিক ভাবে সর্বনিম্ন।”

Previous articleআগামী সপ্তাহেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়াবে : হু
Next articleদুবাইয়ে ভারতীয় দম্পতিকে কুপিয়ে খুন করল পাকিস্তানি দুষ্কৃতী !