দক্ষিণে হালকা হলেও উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গের ৫ জেলায় চলবে ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যেই কোচবিহার-আলিপুরদুয়ার-জলপাইগুড়ি-কালিম্পং-মালদাও দুই দিনাজপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তোর্সার জল উপচে পড়ছে। জারি হয়েছে গেরুয়া সতর্কবার্তা।

অন্যদিকে, আজ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Previous articleআমফান’কে জাতীয় বিপর্যয় ও অসংগঠিত শ্রমিকদের অর্থ সাহায্যে আপত্তি বঙ্গ-বিজেপির
Next articleবিহারে বাজ পড়ে ঝড়-বৃষ্টিতে মৃত্যু বেড়ে ৯২