ফের করোনা আক্রান্তর রেকর্ড গড়লো ভারত। এবার একদিনে আক্রান্তর সংখ্যা ১৭ হাজার অতিক্রম করলো। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় ভারতে মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হলেন ১৭,২৯৬ জন। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪০৭ জন রোগীর। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনই উদ্বেগজন তথ্য দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৯০,৪০১ জন। মৃত্যু হয়েছে ১৫,৩০১ জনের। এখন দেশে চিকিৎসাধীন রয়েছেন ১,৮৯,৪৬৩ জন কোভিড রোগী। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি গিয়েছেন ২,৮৫,৬৩৬ জন করোনাজয়ী।
