করোনা আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট , দুর্গাপুরে সিল করা হল মহকুমা প্রশাসনিক দফতর

ডেপুটি ম্যাজিস্টেট করোনা আক্রান্ত । দুর্গাপুরে সিল করা হল গোটা প্রশাসনিক দফতর। জানা গিয়েছে , গত কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন । বৃহস্পতিবার একটি বেসরকারী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় । শুক্রবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে । এদিনই তাঁকে মলানদিঘীর বিশেষ কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে ।
এই খবর আসা মাত্রই তৎপরতা শুরু হয় প্রশাসনিক মহলে । সমস্ত দফতর আগামী সোমবার পর্যন্ত সিল করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক অনির্বান কোলে । জেলাশাসকের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই অফিস স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে ।

উল্লেখ্য , মহকুমা প্রসাসনের দফতরের পাশাপাশি এই ভবনে রয়েছে মহকুমা আদালত । মহকুমা শাসক এসিজেএম কে অনুরোধ জানিয়েছেন যাতে আদালতও বন্ধ করা হয় ।
এছাড়াও এই ভবনে পরিবহন দফতরের কার্যালয় , পোস্ট অফিস সহ বেশ কিছু সরকারী দফতরও রয়েছে । সব কার্যালয়ই আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে । মহকুমা শাসক আরও জানান যে তাঁর দফতরের সমস্ত কর্মীই সেল্ফ কোয়ারেন্টাইনে যাচ্ছেন । শুক্রবার দফতরের সমস্ত কর্মীর সোয়াব টেস্ট করা হয়েছে ।

Previous articleআসানসোল কোলিয়ারিতে ধস , মাটির নিচে চলে গেল দুটি ডাম্পার!
Next articleএফডিআই-কয়লা খনির বেসরকারিকরণের আপত্তি জানিয়ে মোদিকে চিঠি মমতার