Thursday, August 28, 2025

একাধিক সম্পর্কের মর্মান্তিক পরিণতি, খুনির কাঠগড়ায় স্ত্রী!

Date:

একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তার ফলও পেলেন হাতেনাতে। উত্তরপ্রদেশের যুবক বিকাশ কুমার স্বপ্নেও ভাবেননি যে এই সম্পর্কই তার জীবনে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে।
ভালোবেসে মাত্র চারবার বিয়ে করেছিলেন তিনি! প্রথম স্ত্রী রজনীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছিল বিকাশের । তাদের দুটি সন্তান থাকলেও ডিভোর্সের পর দুই তরফেই কোনও যোগাযোগ ছিল না । আর সে কারণেই রজনীর মনে ক্ষোভ তৈরি হয়েছিল। যার নিট ফল, বিকাশকে খুন করিয়ে দিলেন তাঁরই প্রথম স্ত্রী। 

উত্তরপ্রদেশের বাগপত জেলার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। নিশ্চয়ই ভাবছেন কীভাবে খুন হলেন বিকাশ কুমার? জানা গিয়েছে, তিনি দিল্লিতে একটি প্লেসমেন্ট এজেন্সি চালাতেন। দিনকয়েক আগে গ্রামে ফিরেছিলেন । তিন দুষ্কৃতী বাইকে চেপে এসে খুব কাছ থেকে গুলি করে তাঁকে। ঘটনাস্থলেই মারা যান বিকাশ। এরপরই বিকাশের দাদা অমিতের বয়ানের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ । তদন্ত গড়াতেই অবাক হয়ে যান পুলিশ কর্তারা। ক্রমশ সত্য সামনে আসতে থাকে । তদন্তে উঠে আসে, বিকাশকে খুন করার জন্য তাঁর প্রথম স্ত্রী ৬ লাখ টাকা দিয়েছিল সুপারি কিলারদের। আসলে ডিভোর্সের পর ছেলেমেয়েদের দায়িত্ব না নিলেও সম্পত্তির অংশিদারিত্ব থেকেও তাঁকে বঞ্চিত করার কথা জানার পরই রজনীর সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। 
এরই মধ্যে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও তিনবার বিয়ে করেন বিকাশ। তিনবারই লাভ ম্যারেজ। ওই তিন স্ত্রীর নামেই নিজের কিছু সম্পত্তি লিখে দেওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। রজনীর কানে সে কথা পৌঁছাতেই ঝামেলা শুরু হয়। এরপরই বিকাশের এক সহকর্মীর সাহায্যে তাঁকে প্রাণে মারার ছক কষতে থাকেন রজনী। সুপারি কিলারদের প্রথমে ৩ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। ১৯ জুন রাতে বিকাশকে গুলি করে খুন করে তিন সুপারি কিলার।
পুলিশের জেরায় জেরবার হয়ে শেষ পর্যন্ত সুপারি কিলার দিয়ে খুন করানোর কথা স্বীকার করেন রজনী।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version