পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ফের সরব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সারাদেশ যখন করোনার বিরুদ্ধে লড়ছে, বাংলা লড়ছে কোভিড ১৯ ও আমফান বিপর্যয়ের সঙ্গে, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে রোজ একটু একটু করে পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র। তারা ভাবছে, দেশের মানুষ অতিমারি এবং প্রাকৃতিক বিপর্যয় নিয়ে ব্যস্ত। সুতরাং এদিকে তারা নজর দিতে পারবে না। আর এই বেহাল আর্থিক পরিস্থিতিতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর আরও চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন অভিষেক। সরাসরি পরিবহনে শুধু নয়, এর প্রভাব পড়ছে কৃষি পণ্য বিপণনেও। এর বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক। বিষয়টি নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন তিনি।

আর কী কী বলেছেন তৃণমূল সাংসদ? জানতে ক্লিক করুন
