২৪ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, তীব্রতা ৪.৪  

ফের কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। শুক্রবার বিকেলেও কেঁপে ওঠে কাশ্মীর উপত্যকার একাংশ। কম্পন অনুভূত হয় জম্মুর ডোডা ও কিশটওয়ার জেলায়। জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছিল, শুক্রবার লাদাখে মাঝারি মাপের কম্পন হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। শনিবার দুপুরে ফের জম্মু ও কাশ্মীরের হানলের উত্তরপূর্ব দিকে ৩৩২ কিমি দূরে ভূমিকম্প হয়।

ভারতের উত্তর, পূর্ব ও পশ্চিমের রাজ্যগুলির বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কম্পন অনুভূত হচ্ছে। প্রসঙ্গত, এর আগে ১৪ জুন কাশ্মীর উপত্যকায় কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৩.২। ওই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টানা তিনদিন। আবারও কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। দুদিন মৃদু কম্পনের পর জোরালো ভূমিকম্প হয়। সাতসকালে তাজিকিস্তানে বেশি তীব্রতার ভূমিকম্পের জেরে প্রবল কেঁপে ওঠে কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল।

Previous article‘স্বাস্থ্যসাথী’র আওতায় ভেলোরের সিএমসি: মুখ্যমন্ত্রী
Next articleপেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের সমালোচনায় সরব অতীন