পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের সমালোচনায় সরব অতীন

ফাইল চিত্র

সারা বিশ্ব জুড়ে যখন জ্বালানির দাম কমেছে, তখন ঠিক উল্টো পথে হেঁটে করোনা আবহে এক কঠিন পরিস্থিতির মধ্যে ভারতে জ্বালানির দাম লাগাতার ভাবে বৃদ্ধি পাচ্ছে। একটানা ২১ দিন দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এতে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে, অর্থ সঙ্কটের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। আর কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে একেবারে উদাসীন। আজ, শনিবার এ ভাবেই কেন্দ্রকে আক্রমণ করলেন উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস-এর কো অর্ডিনেটর অতীন ঘোষ।

কলকাতা পুরসভায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি রাজ্যজুড়ে তৃণমূল সরকারের সাফল্য তুলে ধরেন তিনি। একইসঙ্গে নরেন্দ্র মোদি সরকারকে একহাত নিয়ে গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযান থেকে পশ্চিমবঙ্গকে বাদ দেওয়ার তীব্র নিন্দা করেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র।

পরিসংখ্যান দিয়ে অতীন ঘোষ জানান, এখনও পর্যন্ত ১৩.৮৪ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছে রাজ্যে। তা সত্বেও রাজ্যকে উপেক্ষা এবং অবমাননা করে কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে পশ্চিমবঙ্গকে এই যোজনা থেকে দূরে রেখেছে।

এদিকে কলকাতা শহরে ডেঙ্গু নিয়ে যথাযথ ভূমিকা পালন করছে কলকাতা পুরসভা, এমনই দাবি করেন পুরসভার বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ। লকডাউনের সময় সমস্ত বোরোগুলোতে স্বাস্থ্য কর্মীর নিয়মিত কাজ করেছেন বলে জানান তিনি।

পরিসংখ্যান দিয়ে অতীনের দাবি, পৃথিবীর অন্যান্য দেশের বড় শহরগুলোর থেকে কলকাতা শহরের ডেঙ্গু পরিস্থিতি অনেক ভালো। যথাযথ ভাবে পর্যবেক্ষণ করছেন পুরসভার আধিকারিকরা।

যাতে ডেঙ্গু ছড়াতে না পারে, তাই আমফানের ফলে যেখানে যেখানে গাছ পড়েছে সেখানে কোনও ভাবে জল জমে মশা হচ্ছে কিনা সেটাও দেখছেন তারা।

Previous article২৪ ঘণ্টার মধ্যে ফের কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, তীব্রতা ৪.৪  
Next article১৫ হাজার কোটির আর্থিক কেলেঙ্কারিতে সোনিয়া-ঘনিষ্ঠ আহমেদ প্যাটেলকে জেরা ইডির