Thursday, May 15, 2025

মানচিত্র বদলে নিজের দলেই কোণঠাসা নেপালের প্রধানমন্ত্রী

Date:

Share post:

ভারতের জায়গা নিজেদের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে এবার দেশেই কোণঠাসা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে চাপের মুখে তাঁর গদি হাতছাড়া হওয়ার উপক্রম। কারণ, নেপালের শাসক কমিউনিস্ট পার্টির একটা বড় অংশই এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর উপর ক্ষুব্ধ। তাদের মতে, এটি কমিউনিস্ট পার্টির আদর্শ বিরোধী আচরণ।

ভারতের সঙ্গে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নেপালের। কিন্তু চিনা উস্কানিতে ভারতের ৩টি এলাকা নিজেদের মানচিত্র ঢুকিয়ে সেটা নেপালের বলে দাবি করেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার চিনা প্রেমে বরাবর দেশের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু মানচিত্র বাদলের পরে তা আরও বাড়তে শুরু করে। বিষয়টা এমন দাঁড়ায়, যে দলের মধ্যেই প্রবল বিক্ষোভের জেরে তাঁর কুর্সি হাতছাড়া হওয়ার উপক্রম। পরিস্থিতি সামলাতে শনিবার নিজের বাড়িতে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন কেপি শর্মা ওলি। কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা চিনের উস্কানিতে হঠাৎ করে ভারতের অংশকে নিজেদের বলে দাবি করার ঘটনায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করতে শুরু করেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে তারা কোনভাবেই রাজি নন।
ভারতের সঙ্গে নেপালের সম্পর্কের তাল কাটতে শুরু করে লাদাখে চিনা অনুপ্রবেশের পর থেকে। এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নামে নেপালের ওলি সরকার। তাদের তিনটি জায়গা ভারত জোর করে দখল করেছে এই অভিযোগ তুলে তোলে নেপাল।
বিহারের সীমান্ত এলাকায় নেপাল সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। কিন্তু এই নিয়ে ভারত পাল্টা আক্রমণের রাস্তায় যায়নি। বিষয়টি কূটনৈতিকস্তরে রেখে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে চায় দেশ। তবে নেপালের সরকারের কার্যকলাপের উপর দৃষ্টি রেখেছে নয়াদিল্লি। অনেকে আবার বলছে, এই নেপালের এই সরকারের মেয়াদ বেশি দিন নেই। এবং মানচিত্র বদলে তাদের ক্ষমতা হারানোর রাস্তা আরও ত্বরান্বিত হল। এই পরিস্থিতিতে নেপালের রাজনৈতিক ডামাডোলের দিকে নজর রেখেছে কেন্দ্র।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...