Saturday, November 1, 2025

মানচিত্র বদলে নিজের দলেই কোণঠাসা নেপালের প্রধানমন্ত্রী

Date:

Share post:

ভারতের জায়গা নিজেদের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে এবার দেশেই কোণঠাসা নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে চাপের মুখে তাঁর গদি হাতছাড়া হওয়ার উপক্রম। কারণ, নেপালের শাসক কমিউনিস্ট পার্টির একটা বড় অংশই এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর উপর ক্ষুব্ধ। তাদের মতে, এটি কমিউনিস্ট পার্টির আদর্শ বিরোধী আচরণ।

ভারতের সঙ্গে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল নেপালের। কিন্তু চিনা উস্কানিতে ভারতের ৩টি এলাকা নিজেদের মানচিত্র ঢুকিয়ে সেটা নেপালের বলে দাবি করেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার চিনা প্রেমে বরাবর দেশের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু মানচিত্র বাদলের পরে তা আরও বাড়তে শুরু করে। বিষয়টা এমন দাঁড়ায়, যে দলের মধ্যেই প্রবল বিক্ষোভের জেরে তাঁর কুর্সি হাতছাড়া হওয়ার উপক্রম। পরিস্থিতি সামলাতে শনিবার নিজের বাড়িতে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন কেপি শর্মা ওলি। কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা চিনের উস্কানিতে হঠাৎ করে ভারতের অংশকে নিজেদের বলে দাবি করার ঘটনায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করতে শুরু করেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে তারা কোনভাবেই রাজি নন।
ভারতের সঙ্গে নেপালের সম্পর্কের তাল কাটতে শুরু করে লাদাখে চিনা অনুপ্রবেশের পর থেকে। এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নামে নেপালের ওলি সরকার। তাদের তিনটি জায়গা ভারত জোর করে দখল করেছে এই অভিযোগ তুলে তোলে নেপাল।
বিহারের সীমান্ত এলাকায় নেপাল সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। কিন্তু এই নিয়ে ভারত পাল্টা আক্রমণের রাস্তায় যায়নি। বিষয়টি কূটনৈতিকস্তরে রেখে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে চায় দেশ। তবে নেপালের সরকারের কার্যকলাপের উপর দৃষ্টি রেখেছে নয়াদিল্লি। অনেকে আবার বলছে, এই নেপালের এই সরকারের মেয়াদ বেশি দিন নেই। এবং মানচিত্র বদলে তাদের ক্ষমতা হারানোর রাস্তা আরও ত্বরান্বিত হল। এই পরিস্থিতিতে নেপালের রাজনৈতিক ডামাডোলের দিকে নজর রেখেছে কেন্দ্র।

spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...